সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে ঢাকা পোস্ট
দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্ট এক বছর অতিবাহিত করেছে। এ উপলক্ষে সারাদেশের মতো সুনামগঞ্জেও ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, করোনাকালে সমাজসেবায় অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান ও কেক কেটে উদযাপন করা হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শহীদ জগৎজ্যোতি পাঠাগারে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, প্রথম আলোর স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট খলিল রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালকুদার।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা পোস্ট গত এক বছরে সুনামগঞ্জের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে। ডিজেল-কেরোসিনের দাম বৃদ্ধির ফলে দুর্গম উপজেলায় কৃষকদের কী সমস্যা হবে, তা তুলে এনেছে ঢাকা পোস্ট। করোনাকালীন মানুষ যখন ঘরবন্দী, সে সময় দ্রুত পাঠকের কাছে সংবাদ, সংবাদের পেছনের ঘটনা পৌঁছে দিয়েছে। এ জন্য এক বছরে পাঠকের আস্তা অর্জন করে দেশসেরা অনলাইন পোর্টালের সারিতে জায়গা করে নিয়েছে ঢাকা পোস্ট।
এ ছাড়া উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস, দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক মাহবুবুল হাছান শাহীন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রসেঞ্জিত দে, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এআর জুয়েল প্রমুখ।
বিজ্ঞাপন
সুনামগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সাইদুর রহমান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে গান পরিবেশন করেন জেলা উদীচীর সংগীতশিল্পী অ্যাডভোকেট প্রসেনজিৎ দে, নাহিদ আল নেওয়াজ, অন্নপূর্ণা দে দিয়া, চাঁদনী আক্তার। এ ছাড়া কবিতা আবৃত্তি করেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মাদ জাকির হোসেন।
সাংস্কৃতিক পরিবেশনার পর করোনাকালে সমাজসেবায় অবদানের জন্য সামাজিক সংগঠন ‘অসহায়ের পাশে আমরা’কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগঠকদের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন পৌরসভার মেয়র নাদের বখত।
সাইদুর রহমান আসাদ/এনএ