জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হলো জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল।

মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আকতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ঢাকা পোস্টের অদম্য পথচলাকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু ও গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম। 

এ ছাড়া দৈনিক মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ও কালের কণ্ঠের প্রতিনিধি ইয়াদুল মোমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- এনটিভির জেলা প্রতিনিধি রেজানুল বাসার তাপস ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি দিলরুবা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ গোলাম রসুল বলেন, মাত্র এক বছরের মধ্যে ঢাকা পোস্ট পাঠকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এত অল্প সময়ে পাঠকপ্রিয়তা পাওয়ায় ঢাকা পোস্ট পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাই। এ ছাড়া ঢাকা পোস্টের এই পথচলা অব্যাহত থাকলে শুধু দেশ নয়, বিদেশেও স্থান করে নেবে গণমাধ্যমের তালিকায়। 

আকতারুজ্জামান/আরআই