বাগেরহাটে নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক
বাগেরহাটে স্বামীর মারধরে আহত রীনা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান রিনা। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে বাগেরহাট সদর থানা পুলিশ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যৌতুকের দাবিতে স্বামী জিয়ারুল শেখ (৪৩) বেধড়ক মারপিট করেন রীনা বেগমকে। একই দিন রাতে মুমূর্ষু অবস্থায় রিনা বেগমকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন জিয়ারুল। বুধবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে নিহতের মরদেহেরে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
নিহত রীনা বেগম কচুয়া উপজেলার বিলকুল গ্রামের মৃত সুলতান পাইকের মেয়ে। বাগেরহাট সদর উপজেলার চিতলী গ্রামের আশরাফ উদ্দিনের ছেলের জিয়ারুল সেখের সাথে তিন বছর আগে রীনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা কারণে রিনার ওপর অত্যাচার করতেন তিনি।
নিহতের চাচা বারেক পাইক বলেন, যৌতুকের দাবিতে প্রায়ই রীনাকে মারপিট ও নির্যাতন করত জিয়ারুল। অত্যাচার সহ্য না করতে পেরে কয়েক মাস আগে রিনার পৈতৃক সম্পত্তি বিক্রি করে আড়াই লাখ টাকাও প্রদান করা হয় জিয়ারুলকে। এতেও শান্ত হয়নি জিয়ারুল। আবারও টাকার জন্য অত্যাচার শুরু করে রিনাকে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রিনাকে বেধরক মারপিট করে। পরে গভীর রাতে অচেতন অবস্থায় রিনাকে বাগেরহাট হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে আমার ভাইজি মারাযায়। আমরা এই হত্যার বিচার চাই।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, রিনা বেগমকে হত্যার অভিযোগে অভিযুক্ত স্বামী জিয়ারুলকে খুলনা থেকে আটক করা হয়েছে। রিনার মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
তানজীম আহমেদ/এনএ