যশোরে বর্ণাঢ্য আয়োজনে ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে প্রেস ক্লাব যশোর মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও কেক কাটা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, খুব সংক্ষিপ্ত সময়ে ঢাকা পোস্ট সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছে। দায়িত্বশীল সাংবাদিকতার মধ্যে দিয়ে অনেক সৃজনশীল এবং নতুন নতুন বিষয় নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরছে নিউজ পোর্টালটি। প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া, করোনাসহ উন্নয়ন ও অনিয়ম দুর্নীতির নানা বিষয়ে সংবাদ প্রকাশ করে প্রশংসা কুড়িয়েছে ঢাকা পোস্ট। 

জেলা প্রশাসক বলেন, ঢাকা পোস্ট যে শুধু সংবাদ প্রকাশ করে তা কিন্তু না, মানবিক কাজও করে। তার প্রমাণ হলো করোনাকালে সেবামূলক কাজ করার জন্য মৈত্রী ভলেন্টিয়ার্সকে সম্মাননা দিয়েছে ঢাকা পোস্ট। এই সম্মাননা তাদের কাজে আরও অনুপ্রেরণা যোগাবে। 

প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলনের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য আরও বক্তব্য দেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণের প্রকাশক সম্পাদক মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, প্রেস ক্লাব যশোরের দফতর সম্পাদক তৌহিদ জামান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, মৈত্রী ভলেন্টিয়ার্সের আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সদস্য সচিব মামুনুর রশিদ, স্বেচ্ছাসেবী সংগঠন আহ্বানের সহসভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানে করোনার দুঃসময়ে যশোরে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়াসহ বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখায় স্বেচ্ছাসেবী সংগঠন মৈত্রী ভলেন্টিয়ার্সকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা পোস্টের যশোর প্রতিনিধি জাহিদ হাসান। শুভেচ্ছা বক্তব্য শেষে অতিথিবৃন্দ ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তির কেক কাটেন। 

জাহিদ হাসান/আরএআর