দেশের উন্নয়নে ঢাকা পোস্ট আলোকবর্তিকার ভূমিকা রাখবে
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে নিতে গণমাধ্যমের যে ভূমিকা তা অনস্বীকার্য ও প্রশংসনীয়। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন এখন বাস্তবে হাতছানি দিচ্ছে। দেশ উন্নত হলে তার সুফল সবাই পাব। দেশের উন্নয়নে স্ব স্ব ক্ষেত্রে দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে কাজ করতে গণমাধ্যম, আমাদের চালিকাশক্তি হয়ে এগিয়ে নিচ্ছে। সে যাত্রায় ঢাকা পোস্টের মতো উদিয়মান গণমাধ্যম দেশের উন্নয়নে আলোকবর্তিকার ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীর দুই দিন ব্যাপি অনুষ্ঠানের শেষ দিনের মূল আনুষ্ঠানিকতার আলোচনায় এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সফলতার প্রথম বছর পার করল ঢাকা পোস্ট। তাদের পথচলা আরও সার্থক, সুন্দর ও সফল হোক এই প্রত্যাশা করি। ঢাকা পোস্টে যুক্ত সকলকে আমার এবং মেট্রাপলিটন পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানাই। অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে। এই এক বছরে ঢাকা পোস্টের সাথে যুক্ত যারা রয়েছেন তাদের যোগ্যতা, মেধা, লেখনি ও তাদের পেশাদারিত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে পাঠক সংখ্যায় দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। এটি আশ্চর্যের কথা; সুখের কথা। ঢাকা পোস্টের এই ধারা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করি।
বিজ্ঞাপন
কমিশনার বলেন, সব পেশার মধ্যেই নেতিবাচক কিছু লোক থাকে। ওই পেশার নেতৃস্থানীয় ব্যক্তিরা মিলে যদি সেই নেতিবাচক দিকগুলো শুদ্ধ করার প্রচেষ্টা থাকে তাহলে আর নেতিবাচক কিছু থাকবে না। পুলিশ প্রশাসন থেকে সাংবাদিকতায় উৎকর্ষ সাধনে সর্বাত্মক সহায়তা করা হবে। যে ব্যক্তিগুলো এই মাধ্যমকে অপদস্ত করে, এই পেশাকে বিব্রত করে অবশ্যই তাদের নিরোধে প্রশাসন গণমাধ্যমের পাশে থাকবে।
তিনি আরও বলেন, আমাদের দেশে প্রচলিত গণমাধ্যমের ধারার পাশাপাশি অপ্রচলিত গণমাধ্যম হিসেবে প্রথমে পথচলা শুরু করে অনলাইন গণমাধ্যম। কিন্তু অনলাইন গণমাধ্যমকে এখন আর অপ্রচলিত গণমাধ্যম বলা চলে না। এক সময়ে একটি আশঙ্কা সৃষ্টি হয়েছিল যে অনলাইন গণমাধ্যমগুলো তাৎক্ষণিক সংবাদ প্রচার করে দিলে অন্য গণমাধ্যম যেগুলো পরের দিন সংবাদ প্রকাশ করে সেগুলোর জন্য কী রইবে? একজন পাঠক হিসেবে আমার পর্যবেক্ষণ, অনলাইন গণমাধ্যম তাৎক্ষণিক সংবাদ পরিবেশন করে ঠিকই তবে সেই সংবাদের মধ্যে আদ্যোপান্ত, খবরের ডাইমেনশন সন্নিবেশিত করতে পারে না। তবে কোনো কোনো গণমাধ্যম সেগুলোও সন্নিবেশিত করে অল্প সময়ের মধ্যে সংবাদ প্রকাশ করছে। প্রিন্ট এবং ইলেকট্রনিক্স গণমাধ্যমের সংবাদ প্রবাহের সাথে সহায়ক অবস্থান করে নিচ্ছে অনলাইন গণমাধ্যম।
ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ, সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এএস কাইউম উদ্দিন আহম্মেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, বর্তমান সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। বক্তারা ঢাকা পোস্টের সংবাদের ধারা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এর আগে মানবসেবা, করোনাযোদ্ধা, জীবপ্রেমে বিশেষ অবদান রাখায় ১০ জনকে সম্মাননা দেওয়া হয়।
এর মধ্যে মানবসেবায় স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগ, হাসিমুখ পরিবার, রবিউল ইসলাম, এএসআই যুগল কুন্ডু, জীবনযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মাহাবুব আলম, মানবিক ব্যবসায়ী শাহাদাত আলম, অক্সিজেন যোদ্ধা আরিফুর রহমান, মাতৃপ্রেমে অবদান রাখায় জিয়াউল আহসান এবং জীবপ্রেমে অবদান রাখায় ফুড ফর অ্যানিমেলকে সম্মাননা তুলে দেওয়া হয়।
এ ছাড়া কবিতা প্রতিযোগিতায় জয়ী ৯ জনকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কবি হেনরী স্বপন, চ্যানেল টোয়েন্টিফোরের ব্যুরো প্রধান প্রাচুর্য রানা, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান কাওছার হোসেন, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান অপূর্ব অপু, বাংলানিউজ টোয়েন্টিফোরের স্টাফ করেসপন্ডেন্ট মুশফিক সৌরভ, সিনিয়র সাংবাদিক মাহামুদ হোসেন চৌধুরী, ফিরোজ মোস্তফা, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বরিশাল ব্যুরোর স্টাফ রিপোর্টার মঈনুল ইসলাম সবুজ, সাংবাদিক এমআর প্রিন্স, নিউজবাংলার ডিভিশনাল করেসপন্ডেন্ট তন্ময় তপু, নিউজ এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, সহ-সভাপতি এমকে রানা, দি বাংলাদেশ টুডে পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান জিহাদ রানা, দৈনিক মতবাদ পত্রিকার ফটো সাংবাদিক এন. আমিন রাসেল, সাংবাদিক শাওন খান, শাকিল মাহামুদ, সঙ্গীত আহম্মেদ মিনার, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সৈয়দ মেহেদী হাসান/আরআই