মেলা ঠেকাতে ১৪৪ ধারা জারি
করোনার সময়ে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে ফরিদপুরের সালথার মদন হাজী বাড়ির মেলা তৃতীয় দিনের মাথায় বন্ধ করে দিয়েছে প্রশাসন। পাশাপাশি মেলাস্থলে ১৪৪ ধারা জারিও করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে ও নির্দেশে মেলার সব দোকানপাট ভেঙে দিয়ে মাঠ ফাঁকা করে দেয় পুলিশ ও আনসার সদস্যরা।
বিজ্ঞাপন
এলাকাবাসী সূত্রে জানা যায়, সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপট্টি গ্রামে মদন হাজী বাড়ির ওরশ উপলক্ষে পাশের একটি মাঠে চার দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। এটি ছিল বাৎসরিক আয়োজনের ১৩৫তম আয়োজন। ১৫ ফেব্রুয়ারি থেকে মেলাটি শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারি শেষ হবার কথা ছিল।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে মেলাটি ভেঙ্গে দেওয়ার সময় আয়োজকদের পক্ষ থেকে কোনো বাঁধা দেওয়া হয়নি।
মেলার আয়োজক কমিটির সদস্য হায়দার মোল্লা জানান, প্রতিবছরের মত এবারও মেলার আয়োজন করা হয়। কিন্তু মেলার তৃতীয় দিন হঠাৎ প্রশাসনের লোক এসে দোকানপাট ভেঙে দেয়। প্রশাসন যদি ওরশ শুরুর আগে থেকে আমাদেরকে (কমিটিকে) কঠোরভাবে মেলা করতে নিষেধ করত তাহলে ক্ষুদে এসব দোকানদাররা আজ ক্ষতিগ্রস্ত হতো না।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা আকতার বলেন, করোনার সময়ে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে মদন হাজী বাড়ির ওরশ মেলা শুরু হয়। যার জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি।
ইউএনও বলেন, খবর পেয়ে দ্বিতীয় দিন (১৬ ফেব্রুয়ারি) মেলা বন্ধ করে দেন সালথা থানার ওসি। পরবর্তীতে তৃতীয় দিন (১৭ ফেব্রুয়ারি) আবার মেলা শুরু হয়। এতে প্রায় ১০ হাজার লোকসমাগম হয়। পরে আজ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে মেলাটি বন্ধ করা হয়। তবে এরপরেও আয়োজক কমিটির সহায়তায় বিকাল ৫টা থেকে আবার মেলা শুরু হলে ওই মাঠে ১৪৪ ধারা জারি করা হয়। ওই মাঠে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।
জহির হোসেন/আইএসএইচ