রংপুরের মিঠাপুকুরে বালুভর্তি একটি ট্রাক্টর উল্টে চাকার নিচে পড়ে রাফিউল ইসলাম (৩০) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার বালারহাট ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর বাকারপাড়ে এ দুর্ঘটনা ঘটে।
 
রাফিউল ইসলাম পার্শ্ববর্তী বদরগঞ্জ উপজেলার মাঠেরহাট মুসোলমারী গাছুয়াপাড়া গ্রামের মেনাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বালুভর্তি একটি ট্রাক্টর ঘটনাস্থলের পার্শ্ববর্তী চওড়ারহাট থেকে মডার্ন বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাকারার নামক স্থানে ক্ষতিগ্রস্ত ব্রিজ পার হয়ে ভাঙা সড়কে চাকা স্লিপ কেটে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় চালকসহ আরও দুইজন লাফিয়ে বেঁচে গেলেও চাকার নিচে চাপা পড়েন রাফিউল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় নিহতের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে পুলিশের উপস্থিতিতে মরদেহটি থানায় নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, মিঠাপুকুরের বালারহাটে ভাঙা ব্রিজ পার হয়ে দ্রুতগতিতে চলছিল ট্রাক্টরটি। পরে ভাঙা সড়কের একপাশে ট্রাক্টরটি উল্টে যায়। এতে চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় সহকারী রাফিউল। পরে নিহতের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ফরহাদুজ্জামান ফারুক/এসপি