প্রধানমন্ত্রীর সহায়তা পাচ্ছেন বন্দরে সন্তান প্রসবকারী মায়া
বরিশাল নদীবন্দরে সন্তান প্রসবকারী ভবঘুরে মায়া বেগম পাচ্ছেন মাথা গোঁজার ঠাঁই। ইতোমধ্যে ইউনিসেফের অর্থায়নে এবং সমাজসেবা অধিদফতর তাকে সহায়তা করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সমাজসসেবা অধিদফতরের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ। তিনি বলেন, সংবাদ পেয়ে জেলা প্রশাসক স্যারের নির্দেশে ওই নারীর সাথে দেখা করেছি। তার প্রয়োজনীয় চাহিদা শুনেছি। পাশাপাশি ইউনিসেফের মাধ্যমে নবজাতকের প্রয়োজনীয় দ্রব্য সরবারহ করা হয়েছে। এ ছাড়া সমাজসসেবা অধিদফতরের উদ্যোগে প্রাথমিকভাবে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মায়া বেগমকে প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ঘর দেওয়া হবে বলে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের বরাত দিয়ে জানিয়েছেন প্রবেশন কর্মকর্তা।
তিনি আরও বলেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুন্সী মুবিনুল ইসলাম ওই নারীর স্বাস্থ্য পরিক্ষা করেছেন। তিনি জানিয়েছেন, মা ও নবজাতক ভালো আছেন। অসহায় মায়া বেগম ও তার নবজাতক সন্তানকে কে.বি হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দান সংলগ্ন একটি বাসায় আশ্রয় দিয়েছেন। সমস্ত প্রক্রিয়া শেষে তাকে ঘর বুঝিয়ে দেওয়া হবে। এ ছাড়া প্রয়োজনীয় সহায়তা করা হবে।
বিজ্ঞাপন
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নদী বন্দরে সন্তান প্রবস করেন ভবঘুরে মায়া বেগম। ছিন্নমূল ওই নারী কয়েক বছর ধরে নদীবন্দরে বসবাস করতেন। তার জাকারিয়া নামে আরও একজন ছেলে রয়েছে। তবে ওই নারীর স্বামী নেই। কয়েক মাস আগেই তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। নদী বন্দরে সেখানে বসবাসকারী অন্য ছিন্নমূল ব্যক্তিরা মায়া বেগমকে সেবাযত্ন করতেন।
প্রসঙ্গত, শনিবার ‘বরিশাল নদীবন্দরে ভবঘুরে নারীর সন্তান প্রসব’ শিরোনামে সংবাদ প্রকাশ করে জনপ্রিয় সংবাদমাধ্যম ঢাকা পোস্ট। এর পরই বিষয়টি নজরে আসে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের। দুটি দফতর থেকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
সৈয়দ মেহেদী হাসান/আরআই