কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী দলের গুলির আঘাতে মো. জমির (১৫) ও নজিমুল্লাহ (২৪) নামে দুই রোহিঙ্গা শিশু গুরুতর আহত হয়েছে। এর মধ্যে, জমিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক। পরে তাদেরকে কক্সবাজারে রেফার করা হয়েছে।
 
রোববার (২০ ফ্রেবুয়ারি) সন্ধ্যার দিকে ৪ নং রোহিঙ্গা ক্যাম্প লম্বাশিয়ায় এ ঘটনাটি ঘটে।  

বিষয়টি নিশ্চিত করে ১৪ আমর্ড পুলিশের অধিনায়ক নাঈমুল হক  ঢাকা পোস্টকে বলেন, রোহিঙ্গা ডাকাতের গুলির আঘাতে দুই শিশু গুরুতর আহতের খবর পেয়েছি। এই সময় অস্ত্রহস একজনকে আটক করা হয়েছে। তবে অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। 

প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, রোহিঙ্গা সন্ত্রাসীদের মধ্যে মাদক ব্যবসাকে কেন্দ্র করে হাশিমের নেতৃত্বে একটি অস্ত্রধারী দল লম্বাশিয়া  ক্যাম্পের সি-ব্লকের আয়াজকে অপহরণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে, তাদের লক্ষ্য করে ডাকাত দল গুলি বর্ষণ করে। এতে ওই দুই শিশু গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

সাইদুল ফরহাদ/আরআই