শেরপুরের শ্রীবরদীতে বন্ধ ঘর থেকে আব্দুল আউয়াল বুলবুল (৪০) নামে এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে ঘটনার সত্যতা স্বীকার করেছেন শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস।

আব্দুল আউয়াল বুলবুল টাঙ্গাইল জেলার করটিয়ার মৃত শামছুল সওদাগরের ছেলে। তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রজেক্টে (এপিআর ঠিকাদারী প্রতিষ্ঠান) প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকৌশলী বুলবুল শ্রীবরদী পৌরসভার আবুল কাশেমের বাড়ির তিনতলার একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। শনিবার বিকেল থেকে তিনি কারও ফোন রিসিভ করছিলেন না। ওইদিন রাতে ঠিকাদারের লোকজন গিয়ে দেখে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ রয়েছে। এরপর অনেক ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্টিলের দরজা কেটে ভেতরে প্রবেশ করে মৃত অবস্থায় প্রকৌশলী বুলবুলের মরদেহ উদ্ধার করে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে আছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৌশলী বুলবুলের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জাহিদুল খান সৌরভ/এসপি