নীলফামারীর ডোমার উপজেলায় স্বাধীনতার ৫১ বছর পর কেন্দ্রীয়ভাবে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। এতে আনন্দিত এলাকাবাসী। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার শহীদ মিনারটির উদ্বোধন করেন। তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 

প্রথমবারের মতো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ডোমার কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে এসে শ্রদ্ধা নিবেদন করে। 

ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রায় ৫৫ ফুট লম্বা এই শহীদ মিনারটি নির্মাণে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে। শহীদ মিনারটি নির্মাণ হওয়ায় এলাকাবাসী এর উদ্যোক্তাদের সাধুবাদ জানান। 

মানবাধিকার কর্মী আব্দুল্লাহ ইবনে খালিদ জানান, অবশেষে ডোমারে একটি দৃষ্টিনন্দন শহীদ মিনার স্থাপিত হলো। এর মাধ্যমে নতুন প্রজন্ম শহীদ দিবস উপলক্ষে নতুন করে জানতে পারবে।

ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল আলমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীমের সঞ্চালনায় শহীদ মিনারের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কাণিজ, ডোমার থানার ওসি মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শরিফুল ইসলাম/আরএআর