বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচলে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সতর্ক সংকেত তুলে নেওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। তবে মঙ্গলবারের আগে কোনো জাহাজ চলবে না। ফলে পর্যটকরা সেন্টমার্টিন থেকে আজ আর ফিরতে পারবেন না।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেন্ট মার্টিনে অবস্থান করা দুই হাজারেরও বেশি পর্যটক আজ ফিরতে পারবেন না। ফিরতি জাহাজ না থাকায় তাদের মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ফিরতে হবে। 

কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, বিরূপ আবহাওয়ার কারণে রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছিল। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সোমবার বিকেল ৪টায় এই সতর্ক সংকেত তুলে নেওয়া হয়েছে। 

সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, গতকাল রোববার সেন্ট মার্টিনে প্রায় পাঁচ হাজার পর্যটক এসেছিলেন। তার মধ্যে বিকেলে তিন হাজার পর্যটক ফিরে যান। আরও দুই হাজার পর্যটক বর্তমানে সেন্ট মার্টিনে অবস্থান করছেন। 

তিনি বলেন, আটকে পড়াদের কেউ কোনো বিড়ম্বনার শিকার হলে ইউনিয়ন পরিষদ থেকে সহায়তা করা হবে। 

সেন্ট মার্টিন নৌরুটে চলাচলকারী কর্ণফুলি এক্সপ্রেস জাহাজের কক্সবাজারের ইনচার্জ বাহাদুর হোসাইন জানান, চলাচলে নিষেধাজ্ঞা জারি করায় সোমবার কোনো জাহাজ সেন্ট মার্টিনে যেতে পারেনি। বিকেল ৪টায় নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হলেও এই সময়ে জাহাজ গিয়ে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে পারবে না। মঙ্গলবারের ফিরতি জাহাজে তাদের নিয়ে আসা হবে। 

সাইদুল ফরহাদ/আরএআর/জেএস