গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের পূবাইল মেট্টো থানা শ্রমিক লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।  

গতকাল রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূবাইলের তালটিয়া এলাকায় মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক জাহিদ আল মামুনের রাজনৈতিক কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এ সময় মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক জাহিদ আল মামুন, থানা শ্রমিক লীগের সভাপতি প্রার্থী মীর মাহবুবুর রহমান মানিক, পূবাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব আবুল কাসেম, যুবলীগ নেতা শেখ আব্দুল হালিম, মোস্তফা, শেখ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন । 

মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা জয়নুল আবেদীন। মোনাজাত শেষে তাবারক বিতরণ করা হয়।

আরএআর