জয়পুরহাটে বাসে ট্রেনের ধাক্কায় ১১ জনের মৃত্যু
জয়পুরহাটের পুরানপৈল রেলগেটে বাসে ট্রেনের ধাক্কা
জয়পুরহাটের পুরানপৈল রেলগেটে বাসে ট্রেনের ধাক্কায় ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, পার্বতীপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি রাজশাহীতে যাচ্ছিল। পাঁচবিবি থেকে ছেড়ে আসা বাসটি জয়পুরহাটে যাওয়ার পথে পুরানাপৈল রেলগেটে উঠে পড়ে। এ সময় ট্রেনটি ওই বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন পাঁচজন।
বিজ্ঞাপন
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রেনটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
আরএআর
বিজ্ঞাপন