আগামীকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদনের জন্য তোলা হবে। ১ হাজার ৭৫৪টি প্রকল্পের অনুকূলে সংশোধিত এডিপির অর্থ ব্যয় করা হবে।

বুধবার (২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্বে করবেন। এনইসি সম্মেলন কক্ষে মন্ত্রী ও সচিবরা উপস্থিত থাকবেন।

পরিকল্পনা কমিশন জানায়, চলতি (২০২১-২২) অর্থবছর ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছিল। বর্তমানে সংশোধিত এডিপি থেকে অনেক প্রকল্পের বরাদ্দের সব টাকা ব্যয় হচ্ছে না। ফলে সংশোধিত এডিপিতে বরাদ্দ কমছে ১৭ হাজার ৭৭৪ কোটি টাকা। সংশোধিত এডিপির আকার দাঁড়াচ্ছে ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ ৭০ হাজার ২৫০ কোটি টাকা এবং সরকারের তহবিল থেকে ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা ব্যয় করা হবে। অন্যদিকে, স্বায়ত্তশাসিত সংস্থার মোট ১০৭টি প্রকল্পের অনুকূলে বরাদ্দ রয়েছে ৯ হাজার ৬১৩ কোটি টাকা।

পরিকল্পনা কমিশন জানায়, এডিপি থেকে সংশোধিত আরএডিপি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ৩ হাজার ৫৯০ কোটি টাকা বরাদ্দ কমছে। এছাড়া চলমান উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণাধীন মেট্রোরেল প্রকল্পে বরাদ্দ কমছে ৫৬৭ কোটি টাকা। তবে প্রায় দ্বিগুণ ২ হাজার ৩১৪ কোটি টাকা বরাদ্দ বেড়েছে পদ্মা সেতুর রেল লিংক প্রকল্পে।

এসআর/এসকেডি