ভ্যাট প্রতিপালন ও সংস্কারে আইসিএমএবির কর্মশালা
ভ্যাট প্রতিপালন ও সংস্কারে সিএমএদের ভূমিকা বিষয়ে দুদিন ব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।
শুক্রবার (৪ মার্চ) কর্মশালার উদ্বোধন ও প্রথম টেকনিক্যাল সেশনে ‘ভ্যাট ও ভ্যাট অ্যাকাউন্টিং’ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি), বাংলাদেশের চেয়ারম্যান ড. হামিদ উল্লাহ ভূইয়া।
বিজ্ঞাপন
আইসিএমএবির প্রেসিডেন্ট মো. মামুনুর রশিদ কর্মশালায় সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সাফার সাবেক প্রেসিডেন্ট ও সেমিনার কনফারেন্স কমিটির চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ। ধন্যবাদজ্ঞাপন বক্তব্য দেন করেন আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট মো. মুনিরুল ইসলাম এফসিএমএ ।
প্রথম টেকনিক্যাল সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএবির কোষাধ্যক্ষ মো. আলী হায়দার চৌধুরী ও ফেলো সদস্য মল্লিক ইন্তেকাব আহসান । উপস্থাপিত প্রবন্ধের ওপর মতামত প্রদান করেন জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কমিশনার মো. মশিউর রহমান।
বিজ্ঞাপন
এসআই/এসএম