শ্রেষ্ঠ.কম ও আলিফ ওয়ার্ল্ডের ৩২ গ্রাহক টাকা ফেরত পেলেন
ই-কমার্স প্রতিষ্ঠান শ্রেষ্ঠ.কম এবং আলিফ ওয়ার্ল্ডের গ্রাহকরা পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরত পেতে শুরু করেছেন।
সোমবার (২১ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স সেলের আয়োজনে শ্রেষ্ঠ.কম এর ১১ গ্রাহককে ১৭ লাখ এবং আলিফ ওয়ার্ল্ডের ২১ গ্রাহককে ২৬ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স সেলের প্রধান ও অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান গ্রাহকদের হাতে চেক তুলে দেন।
এ সময় তিনি বলেন, ই-কমার্স দেশের জন্যই চালিয়ে যাওয়া হবে। তবে এখন আর আগের মতো কেউ যেন এই ব্যবসা নিয়ে প্রতারণা না করতে পারে, সে ব্যপারে কঠোর নজরদারি করা হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি জানান, আগামী ৩১ মার্চের মধ্যে যেসব ই-কমার্স প্রতিষ্ঠান গ্রাহকদের টাকা ফেরত দিবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিছু অসাধু ব্যবসায়ীর কারণে ই-কমার্স সরকার বন্ধ করবে না বলেও জানান তিনি।
সূত্র : বাসস
জেডএস