পটুয়াখালির মির্জাগঞ্জ উপজেলায় চালু হয়েছে রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’র শাখা। আজ বুধবার (৩০ মার্চ) উপজেলার নান্নু শপিং কমপ্লেক্সে আউটলেটটির উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুফি মোতাহের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্টর শাহবুদ্দিন নান্নু। আরও ছিলেন মির্জাগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, মাওলানা ফরিদ উদ্দিন সভাপতি, বাজার বনিক সমিতি, বাহউদ্দিন ব্যাপারী, বিশিষ্ট ব্যবসায়ী এবং স্বপ্নের হেড অব বিজনেস এক্সপেনশন মো. শামছুজ্জামান প্রমুখ।

‘স্বপ্ন’র রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, আমরা আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে এখানকার মানুষ স্বপ্নতে নিয়মিত বাজার করবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে এ আউটলেটে।

সুবিদখালি মির্জাগঞ্জের সদর রোডে আউটলেটটির অবস্থান। নতুন এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানা পণ্যে অফার। থাকছে হোম ডেলিভারি সেবা।

এমএইচএস