ঢাকার সড়কে ট্রাফিক জ্যাম নিত্যসঙ্গী। বিশেষ করে গুলশান, বিজয় সরণি, ধানমন্ডি ২৭-এর সিগন্যাল পয়েন্টে যাত্রীদের অনেকটা সময় আটকে থাকতে হয়। সড়কে জ্যামে বসে থাকা লোকজনের মধ্যে স্বস্তি ফেরাতে উদ্যোগ নিয়েছে সুপারশপ স্বপ্ন। 

স্বপ্নের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে লাল রংয়ের টি-শার্ট, লাল ক্যাপ পরিহিত একদল তরুণ-তরুণী রাজধানীর বিভিন্ন পয়েন্টে সিগন্যালে অপেক্ষারতদের মাঝে ফুল বিতরণ করছে। 

অফিসে যাওয়ার সময় এবং অফিস থেকে ফেরার সময় ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক জ্যামে এসব ফুল বিতরণ করতে দেখা যায় তরুণ-তরুণীদের। অনেকে সাদরে স্বপ্নের এ উপহার গ্রহণ করছেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে।

বিজয় সরণির সিগন্যালে দাঁড়িয়ে থাকা ব্যাংকার মেহনাজ বলেন, আমি প্রতিদিন এখানের জ্যামে বসে থাকি কমপক্ষে ৭-১০ মিনিট, কোনো সময় আরও বেশি। এ সময় বেশ অস্বস্তি লাগে। আজ জ্যামে বসে লাল গোলাপ হাতে পেয়ে বেশ ভালো লাগল। সঙ্গে জ্যামের এ সময়ে এক পলকে দেখে নিলাম রমজান নিয়ে সুপারশপ স্বপ্নতে কি কি অফার চলছে। তাদের এ উদ্যোগকে শুভকামনা জানাচ্ছি।

স্বপ্ন কর্তৃপক্ষ এ বিষয়ে জানায়, ইট-পাথরের এ শহরে, বিবর্ণ এ নগরে ট্রাফিক জ্যামে স্বপ্নগুলো থমকে যায় অনেকের! তাই স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখতেই এ ক্ষুদ্র প্রয়াস।

আরএইচ