রাজস্ব সংগ্রহে কর্মকর্তাদের যৌক্তিক হওয়ার পরামর্শ
রাজস্ব সংগ্রহে কর্মকর্তাদের যৌক্তিক হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
বুধবার (২০ এপ্রিল) রাজধানীর অফিসার্স ক্লাবে ঢাকায় বিসিএস ট্যাকসেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, পবিত্র রমজান মাসের শিক্ষা আমাদের ধারণ করা উচিত। করদাতাদের কাছ থেকে রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে কর্মকর্তাদের যৌক্তিক হতে হবে।
বিজ্ঞাপন
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিসিএস ট্যাকসেশন অ্যাসোসিয়েশনের সভাপতি কর কমিশনার মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানে রাজস্ব বোর্ডের সদস্যরা, কর কমিশনারসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএম/এসকেডি