এসআইবিএল ও ইউসেফ বাংলাদেশের আওতায় কারিগরি প্রশিক্ষণ

সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পৃষ্ঠপোষকতায় সুবিধাবঞ্চিত তরুণদের কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে ইউসেফ বাংলাদেশ। ইউসেফ-এসআইবিএল স্কিলস ট্রেনিং প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
 
সোমবার (২২ ফেব্রুয়ারি) এসআইবিএলের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এসআইবিএলের পৃষ্ঠপোষকতায় ইউসেফ বাংলাদেশ ঢাকা ও চট্টগ্রামে ১০০ জন সুবিধাবঞ্চিত তরুণকে কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে। ইউসেফ-এসআইবিএল স্কিলস ট্রেনিং প্রজেক্ট- এর আওতায় রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং ট্রেডের প্রথম ব্যাচে ২৫ জন শিক্ষার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সম্প্রতি ইউসেপ যাত্রাবাড়ী টেকনিক্যাল স্কুলে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন- গাজী গ্রুপের পরিচালক বদরুল আলম খান, মেঘনা গ্রুপের চিফ অপারেটিং অফিসার এম এ বাকার, অনন্ত হোয়াশিয়াং লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শামীম ইমাম, নাসা গ্রুপের পরিচালক কাজী আজিজুল ইসলাম এবং ইউসেপ বাংলাদেশের পরিচালক মো. দিদারুল আলম চৌধুরী প্রমুখ।

এসআই/এফআর