তেজাবী সোনার দাম বাড়ার কারণে দে‌শের বাজারে সোনার দাম বাড়া‌নোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভা‌লো মা‌নের সোনার দাম ভরিতে বাড়া‌নো হ‌য়ে‌ছে ১ হাজার ৩৪১ টাকা। ফ‌লে প্রতি ভ‌রি সোনার দাম বে‌ড়ে দাঁড়াবে ৭৮ হাজার ৫৫৭ টাকা। যা এতদিন ছিল ৭৭ হাজার ২১৬ টাকা।

মঙ্গলবার (২৬ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার (২৭ জুলাই) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৭৮ হাজার ৫৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ৭৫ হাজার টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৬৪ হাজার ২৬৯ টাকা। তবে সনাতন পদ্ধতির সোনার দাম অপরিবর্তিত রয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৫২ হাজার ৭২১ টাকা ।

বর্তমান দাম অনুযায়ী, আজ (২৬ জুলাই) ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ৭৭ হাজার ২১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ৭৩ হাজার ৭১৬ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৩ হাজার ২১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫২ হাজার ৭২১ টাকায় বেচাকেনা হচ্ছে।

এদিকে, রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

এসআই/এসএম