ইন্ডিয়া বায়ার-সেলার মিটে এফবিসিসিআইয়ের প্রতিনিধিদল
থাইল্যান্ড, লাওস, ভুটান এবং বাংলাদেশে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ২য় নর্থ ইস্ট ইন্ডিয়া বায়ার-সেলার মিটে যোগ দিতে ভারতে গেছে এফবিসিসিআইয়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল।
বুধবার (২৭ জুলাই) এফবিসিসিআইয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো. আমিন হেলালী।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিতব্য ২য় নর্থ ইস্ট ইন্ডিয়া বায়ার-সেলার মিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন ব্যবসায়ীরা। এতে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
এছাড়াও সফরে ভারতের শিল্পখাতের শীর্ষ সংগঠন কনফেডারেশনস অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ -সিআআইয়ের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
আমিন হেলালীর নেতৃত্বে ১৬ সদস্যর বাণিজ্য প্রতিনিধিদলে আছেন এফবিসিসিআইয়ের পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, আবু মোতালেব, মো. নিজাম উদ্দিন, তাহমিন আহমেদ প্রমুখ।
এসআই/এসকেডি