রাজস্ব বোর্ডের ভবন

আগামী ১ মার্চ থেকে ২০২১-২০২২ অর্থবছরের প্রাক বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক, যৌক্তিক, সুষম ও গণমুখী করার লক্ষ্য নিয়ে এরইমধ্যে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে মাসব্যাপী প্রাক-বাজেট আলোচনার সূচি চূড়ান্ত করেছে প্রতিষ্ঠানটি।
 
শুল্ক, ভ্যাট ও কর সংক্রান্ত খাতভিত্তিক প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ও সংগঠনসমূহের সঙ্গে প্রাক বাজেট সভা ১ মার্চ থেকে শুরু হয়ে চলবে ১ এপ্রিল পর্যন্ত। এবারের প্রাক বাজেট আলোচনা ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান বাজেট সমন্বয়কারী ও এনবিআরের প্রথম সচিব (কর আপীল ও অব্যাহতি ) মো. গোলাম কবীরের সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রাক বাজেট আলোচনা সভায় সময়সূচি দেখতে ক্লিক করুন

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি দেশের সব চেম্বার’স ও অ্যাসোসিয়েশনকে তাদের বাজেট প্রস্তাবনা লিখিত আকারে ৮ মার্চের মধ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করেছে এনবিআর। একই সঙ্গে আর একটি সফটকপি ই-মেইলে পাঠাতে বলেছে সংস্থাটি। 

বাজেট প্রস্তুতে সহায়তার লক্ষ্যে বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশকে তাদের স্ব স্ব বাজেট প্রস্তাব দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কাছে লিখিতভাবে পাঠানোর অনুরোধ জানিয়েছে এনবিআর। একইসঙ্গে প্রস্তাবের আরেকটি সফটকপি ই-মেইলের (nbrbudget2021@gmail.com) মাধ্যমে প্রধান বাজেট সমন্বয়কারী ও প্রথম সচিব ( কর আপীল ও অব্যাহতি ) মো. গোলাম কবীর বরাবর পাঠাতে অনুরোধ করা হয়েছে। যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশেনের সদস্য নয় তারাও সরাসরি এ ই-মেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব পাঠাতে পারবে। 

আরএম/আরএইচ