এজিএম করতে পারবে ফার্স্ট ফাইন্যান্স
২০১৪ সালে ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়া ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডকে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার অনুমতি দিয়েছেন আদালত। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্র জানায়, আর্থিক প্রতিষ্ঠান খাতের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এজিএম করতে পারবে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) থেকে আগামী ১২ সপ্তাহের মধ্যে কোম্পানিটিকে এজিএম করতে হবে। ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির এজিএম ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর বন্ধ করে দেন আদালত। এরপর নতুন করে সম্প্রতি অনুমোদন দিলেন আদালত।
বিজ্ঞাপন
কোম্পানিটির সর্বশেষ তথ্য অনুসারে, ৩০ অক্টোবর ২০১৯ সালের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ১৩ পয়সা। এর আগের বছর অর্থাৎ ২০১৮ সালের একই সময় শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকার ১৭ পয়সা। তিন প্রান্তিক অর্থাৎ নয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল ৩ টাকা ২৯ পয়সা। এর আগের বছর তিন প্রান্তিকে লোকসান ছিল ৩ টাকা ১৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪ টাকা ১০ পয়সা। যা তার আগের বছরের একই সময় ছিল ৭ টাকা ৭২ পয়সা।
আজ বুধবার কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৬ টাকা ৯০ পয়সা দরে। কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৬৮ কোটি ৫৭ লাখ টাকা। জেড ক্যাটাগরিতে থাকা কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৪১ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৩ দশমিক ৯২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৩ দশমিক ৭৭ শতাংশ শেয়ার।
বিজ্ঞাপন
এমআই/এইচকে