মালিকানা ছেড়ে দিচ্ছে পেট্রোম্যাক্স
মালিকানা হাতবদল হচ্ছে পেট্রোম্যাক্সের। আর পেট্রোম্যাক্সের (এলপিজি ও সিলিন্ডার) শতভাগ শেয়ার অধিগ্রহণে এসএইচভি এনার্জিকে সহযোগিতার মাধ্যমে দেশের এলপিজি খাতে আন্তর্জাতিক বিনিয়োগ আনতে সহায়তা করল এইচএসবিসি বাংলাদেশ।
গত ২৩ জুন এসএইচভি এনার্জি ও পেট্রোম্যাক্সের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়। পরে গত ২২ আগস্ট ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
বুধবার (৩১ আগস্ট) এইচএসবিসির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএইচভি এনার্জি একটি পারিবারিক মালিকানাধীন ডাচ বহুজাতিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম ৪ মহাদেশের ২৪টি দেশে পরিচালনা করে আসছে। পরিচ্ছন্ন ও নিরাপদ শক্তির বিকল্প উৎসগুলোকে গ্রাহক ও প্রতিষ্ঠানের কাছে যথাসম্ভব সহজলভ্য এবং সাশ্রয়ী করে তোলা এসএইচভি এনার্জির লক্ষ্য।
বিজ্ঞাপন
এতে আরও বলা হয়, এসএইচভি বিশ্বাস করে এলপিজি খাতের বিকাশের জন্য বাংলাদেশ একটি সম্ভাবনাময় ক্ষেত্র। যা ধীরে ধীরে বহুল ব্যবহৃত পরিবেশ দূষণকারী জ্বালানি থেকে এলপিজির মতো পরিচ্ছন্ন পরিবেশবান্ধব জ্বালানির দিকে অগ্রসর হচ্ছে।
এমএসি/এমএইচএস