শেয়াহোল্ডারদের ১ টাকা ২০ পয়সা করে মোট ১৩ কোটি ১৬ লাখ ৩৮ হাজার ৩৫৯ টাকার লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, কোম্পানির পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এতে শেয়ারহোল্ডাররা শেয়ার প্রতি ১ টাকা ২০ পয়সা করে নগদ লভ্যাংশ পাবেন। নগদ লভ্যাংশ পেতে বিনিয়োগকারীদেরকে আগামী ২১ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার ধারণ করতে হবে।

ডিএসইর তথ্য মতে, ৩১ ডিসেম্বর ২০২১ সালে কোম্পানির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। সেখান থেকে ১ টাকা ২০ পয়সা শেয়ারহোল্ডারদের দেবে। বাকি অর্থ কোম্পানির রিজার্ভে রাখা হবে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৬৮ পয়সা।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ১৮ অক্টোবর। শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ বিতরণের জন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ সেপ্টেম্বর।

১৯৯৬ সালে তালিকাভুক্ত কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সর্বশেষ ২০২০ সালেও ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

এমআই/জেডএস