মতিঝিল বিসিক ভবনে চলছে হস্ত ও কুটিরশিল্প মেলা
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনে (বিসিক) ক্ষুদ্র ও কুটিরশিল্পের উদ্যোক্তাদের অংশগ্রহণে চলছে হস্ত ও কুটিরশিল্প মেলা। রোববার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে বিসিক ভবনে পাঁচ দিনব্যাপী হস্ত ও কুটিরশিল্প মেলা-২০২১ শুরু হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিকের নেওয়া কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে এ মেলা চলছে। পিপলস ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডসের স্বত্বাধিকারী রেজবিন হাফিজ ও এক্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
মেলার স্টলগুলোতে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। মেলায় ক্রেতারা ৫৮টি স্টল থেকে কারুপণ্য, নকশিকাঁথা, পাটপণ্য, বুটিকস পণ্য, জুয়েলারি, লেদারগুডস, অর্গানিক ফুডস, ইলেকট্রনিকস পণ্যসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্যসামগ্রী কিনতে পারছেন। মেলা চলবে ৪ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত।
করোনাভাইরাস পরিস্থিতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এসব উদ্যোক্তাদের ক্ষতি পুষিয়ে নিতে এবং তাদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে মেলা করার উদ্যোগ নিয়েছে বিসিক। ইতোমধ্যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বগুড়া, ঝিনাইদহ, সিলেট ও নেত্রকোণা জেলায় মেলার আয়োজন করেছে বিসিক।
বিজ্ঞাপন
এসআই/এসএসএইচ