রয়েল টিউলিপ সি-পার্ল হোটেল: ফাইল ছবি

সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি রয়েল টিউলিপ সী পার্ল বীচ রিসোর্ট লিমিটেড।

মঙ্গলবার (১১ অক্টোবর) জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পর্ষদ।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কোম্পানি সচিব আজহারুল মামুন। তিনি বলেন, আজকের বোর্ড সভায় ১৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

কোম্পানির তথ্য মতে, ২০১৯ সালে তালিকাভুক্ত কোম্পানিটি বিদায়ী বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬১ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে দ্বিগুণ মুনাফা বেড়েছে কোম্পানির। সেখান থেকে ৬ কোটি ৪১ লাখ ৯৯ হাজার ১০০টি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১ টাকা ৫০ পয়সা করে মোট ৯ কোটি ৬২ লাখ ৯৮ হাজার ৬৫০ টাকা লভ্যাংশ দেবে। এর আগের বছর শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়াহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২২ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।

৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৭৭ পয়সা। যার এর আগের বছর ছিল ১০ টাকা ৬৩ পয়সা।

এমআই/এমএ