আগামী দুই বছরের মধ্যে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনের আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম শিকদার।

তিনি বলেন, ইতিমধ্যেই প্রায় ১০০ কোটি টাকা আদায় করা সম্ভব হয়েছে। আগামী বছর টাকার পরিমাণ আরও বাড়বে। ২০২৩ সালের মধ্যে এক হাজারের বেশি গ্রাহকের টাকা পুরোপুরি ফেরত দিতে পারব। 

শনিবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলশানে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন চেয়ারম্যান।

হাইকোর্টের নির্দেশে নিযুক্ত পিপলস লিজিংয়ের বর্তমান চেয়ারম্যান ও সাবেক এ বিচারপতি বলেন, ইতিমধ্যে আমরা ৩৪টি বৈঠক করতে সক্ষম হয়েছি এবং বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিগগিরই প্রতিষ্ঠানটি আবার সচল হবে। আমানতকারীরা চাইলে তাদের টাকা শেয়ারে কনভার্ট করতে পারবেন। 

এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, বড় বড় ঋণ খেলাপিদের বিরুদ্ধে মামলা রয়েছে। ছোট-বড় মিলিয়ে এই মামলার সংখ্যা ৩৫০টি। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তারা ধীরে ধীরে টাকাও ফেরত দিচ্ছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো অনেক ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত নেই। হলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। প্রতিষ্ঠানটি পাঁচ বছর ধরে লুট করা হয়েছে। তাই এটাকে রাতারাতি পরিবর্তন করে দেওয়া সম্ভব নয়। আগামী দুই বছরের মধ্যে প্রতিষ্ঠানটি পুনরায় দৌড় শুরু করবে এবং আমানতকারীদের টাকা ফেরত দেবে। 

এদিকে অনুষ্ঠানে উপস্থিত আমানতকারীরা অভিযোগ করে বলেন, পিপলস লিজিংয়ের বর্তমান যে অবস্থা এর জন্য শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক দায়ী। বাংলাদেশ ব্যাংক যদি প্রথম থেকে পিপলস লিজিংসহ অন্যান্য ফিন্যান্সিয়াল সংস্থাগুলোকে সঠিকভাবে দেখাশোনা করত তাহলে এ অবস্থা সৃষ্টি হতো না।  

তারা বলেন, আজ চার বছর হলো আমরা আদালত, প্রধানমন্ত্রীর দরবার, বিভিন্ন দপ্তরে এবং বাংলাদেশ ব্যাংকে একাধিকবার গিয়েছি। আমরা অনেকেই মানবেতর জীবন যাপন করছি। এ জন্য দায়ী শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখন বলেছেন, বাংলাদেশে কোনো তারল্য সংকট নেই, তাহলে বাংলাদেশ ব্যাংকের কাছে পিপলস লিজিংয়ের বোর্ড যখন ঋণ চাইল, তখন বাংলাদেশ ব্যাংক কেন তা বাতিল করে দিল? আজ পিপলস লিজিং যদি ঠিকঠাক মতো চালু করা হতো এবং এই আমানতকারীদের কোনো কষ্ট না হতো তাহলে বর্তমানে যে অর্থনৈতিক মহামারি শুরু হয়েছে তা হয়ত হতো না।  

আমানতকারীরা আরও বলেন, আমাদের কেন করুণভাবে টাকা চাইতে হবে? আমরা তো আমাদের টাকাটা ফেরত চাই। আমরা বাংলাদেশ ব্যাংকের মনোনীত এবং রেজিস্ট্রেশনকৃত সফল একটি প্রতিষ্ঠান টাকা রেখেছিলাম। যে প্রতিষ্ঠান শেয়ার মার্কেটে বিদ্যমান ছিল এবং একজন প্রতিমন্ত্রী ছিলেন ডিরেক্টর। তাহলে কোনোরকম নিয়মনীতি না মেনে সেই কোম্পানি কীভাবে হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে? 

আর্থিক প্রতিষ্ঠান আইনে আছে, আমানতকারীদের জানাতে হবে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে। অথচ কোন রকম বিজ্ঞাপন দিয়ে জানানো হয়নি। এমনকি কোনো চিঠিপত্র দিয়েও জানানো হয়নি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর এবং নির্বাহী পরিচালকের নাম ইতিমধ্যে হাইকোর্টে আলোচনা হয়েছে। আদালত কথা বলেছেন তাদের নিয়ে, তাহলে কি আদালতের আইন সবার জন্য সমান নয়? আমরা পিপলস লিজিংয়ের আমানতকারীরা আমাদের কষ্টার্জিত আমানতের টাকা ফেরত চাচ্ছি, আমরা কোনো ভিক্ষা চাচ্ছি না, কোন ঋণ চাচ্ছি না।

এসআই/এসকেডি