কেজিডিসিএলের এমডি হলেন রফিকুল ইসলাম
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেন রফিকুল ইসলাম।
এর আগে তিনি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) এলএনজি ডিভিশনে প্রেষণে কর্মরত পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন।
বিজ্ঞাপন
শনিবার (১৯ নভেম্বর) এক অফিস আদেশে এ তথ্য জানায় পেট্রোবাংলা।
আদেশে বলা হয়, চলতি নতুন দায়িত্ব একটি সাময়িক ব্যবস্থা এবং নিয়মিত পদন্নোতির ক্ষেত্রে কারও কোনো অধিকার সৃষ্টি বা ক্ষুণ্ন করা হবে না। দায়িত্ব প্রদানের পর ওই পদে বদলি এলে রফিকুল ইসলাম তার পূর্ব পদে ফিরে যাবেন।
বিজ্ঞাপন
ওএফএ/এমএ