বিনিয়োগ বিকাশে একত্রে কাজ করবে বিডা ও ব্রিজ টু বাংলাদেশ
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেছেন, বিনিয়োগ বিকাশে একসঙ্গে কাজ করবে বিডা ও ব্রিজ টু বাংলাদেশ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিডা কনফারেন্স হলে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য মতিউর রহমান।
বিজ্ঞাপন
লোকমান হোসেন মিয়া বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে গত এক যুগে পুরোপুরি পাল্টে গেছে বাংলাদেশ। বিদ্যুৎ , যোগাযোগব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন ও মাথাপিছু আয় প্রতিটি সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন বাংলাদেশকে এখন বিনিয়োগের সেরা গন্তব্যে পরিণত করেছে। তাছাড়া আমাদের রয়েছে বিশাল ডোমেস্টিক মার্কেট এবং তারুণ্য শক্তি। যা বিনিয়োগকারীদের কাছে অনেক বেশি কাঙ্ক্ষিত।
তিনি বলেন, আজ বিডা ও ব্রিজ টু বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের ফলে বিশ্বে বিশেষ করে উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে ব্র্যান্ড বাংলাদেশের প্রচার এবং বাংলাদেশে বিনিয়োগ সুবিধাগুলো তুলে ধরা আরও সহজ হবে। এর মধ্য দিয়ে দেশে আরও বেশি বিদেশি বিনিয়োগ আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিজ্ঞাপন
সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী সদস্য মতিউর রহমান বলেন, এ সমঝোতা স্মারক সইয়ের ফলে বিনিয়োগ বিকাশের গতি আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি বিদেশ থেকে বাংলাদেশে বিনিয়োগের অর্থ প্রেরণ আরও বেশি সহজ হবে।
ব্রিজ টু বাংলাদেশের ভাইস চেয়ারম্যান সাজেদুল চৌধুরী শন বলেন, বিডার সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। এখন থেকে আমরা বিশ্বের বিভিন্ন দেশে আরও শো আয়োজনসহ দেশের বিনিয়োগ পরিবেশ তুলে ধরা ও বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আনার লক্ষ্যে কাজ করব। ইতোমধ্যে আমরা এ বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছি।
অনুষ্ঠানে বিডার নির্বাহী সদস্য মো. মতিউর রহমান (অতিরিক্ত সচিব) ও ব্রিজ টু বাংলাদেশের ভাইস চেয়ারম্যান সাজেদুল চৌধুরী শন সমঝোতা স্মারকে সই করেন।
অনুষ্ঠানে বিডা ও ব্রিজ টু বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এসআর/কেএ