রংপুরে শুরু হলো সেইলরের পথচলা। রংপুরের জি এল রায় রোডে ৫ হাজার ৪শ স্কয়ার ফিট জায়গা নিয়ে আউটলেটটি সাজানো হয়েছে।

জেলার ইতিহাস নিয়ে সাজানো হয়েছে নতুন আউটলেট। রংপুরের ভৌগোলিক ইতিহাস, ঐতিহ্যবাহী স্থাপনার নকশা ফুটিয়ে তোলা হয়েছে ইন-স্টোর ইন্টেরিয়রে। 

ইন্টেরিয়রের পাশাপাশি ক্রেতাদের স্বাচ্ছন্দ্য বাড়াতে পুরো আউটলেটে রয়েছে পর্যাপ্ত জায়গা, সার্ভিস কাউন্টার, আলাদা বসার ব্যবস্থা। রংপুরবাসীদের জন্যও এই নতুন আউটলেটে থাকছে ক্যাটাগরি অনুযায়ী পোশাক এবং বিভিন্ন লাইফস্টাইল পণ্য।

আসন্ন ঈদ উপলক্ষ্যে সেইলরের সব নতুন পণ্যের কালেকশন এই আউটলেটে পাওয়া যাবে।

জেডএস