রমজানের শেষেই ঈদের খুশি! দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আকাশের এক কোণে বাঁকা চাঁদের হাসি এনে দেয় খুশির জোয়ার। ধর্মপ্রাণ মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সেই উৎসবকে বরণ করতে ও উৎসবপ্রেমী মানুষের ঈদের খুশিকে আরও মধুময় করে তুলতে আকর্ষণীয় অফার নিয়ে এসেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট।
 
ঈদ উদযাপনের এই আয়োজনে থাকছে ঢাকা রিজেন্সির জনপ্রিয় রেস্টুরেন্ট গ্রান্ডিওস-এ আকর্ষণীয় মূল্যে চমকপ্রদ অফারসহ ব্যুফে ডিনার উপভোগ করার সুযোগ। ব্যুফে ডিনারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৪৪ টাকা; সঙ্গে সিলেক্টিভ ব্যাংক কার্ড, জিপি স্টার-এ এবং লয়াল্টি প্রোগ্রাম ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বারদের জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার তো থাকছেই।
 
শুধু তাই  নয়, রয়েছে ঢাকা-কক্সবাজার-ঢাকা ও ঢাকা-সিলেট-ঢাকা কাপল এয়ার টিকেট, জনপ্রিয় ব্র্যান্ডের শপিং ভাউচার, কক্সবাজার ও সিলেটের বিলাসবহুল হোটেলে ছুটি কাটানো এবং আরও অনেক উপহার জেতার সুযোগ।

ঈদের ছুটিকে যারা একটু বিশেষভাবে বিশেষ কোনো জায়গায় উদযাপন করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে ঢাকা রিজেন্সির স্পেশাল রুম প্যাকেজ ১২ হাজার ৫৫৫ টাকায়। সঙ্গে ব্যুফে ব্রেকফাস্ট ও ব্যুফে ডিনারের ব্যবস্থা।
   
রুম ও ব্যুফে ডিনার ছাড়াও ঢাকা রিজেন্সি দিচ্ছে জুভেনেক্স স্পাতে ২০ শতাংশ ডিসকাউন্ট, পিজ্জা ও বার্গারে ৩০ শতাংশ ডিসকাউন্ট, সেলুনে (হেয়ার কাট, ফেসিয়াল ইত্যাদিতে) ২০ শতাংশ ডিসকাউন্টসহ আরও অনেক কিছু।

লয়াল্টি প্রোগ্রাম ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বাররা বিভিন্ন আউটলেটে অফারের ক্ষেত্রে পাবেন অগ্রাধিকার। অফারগুলো শুরু হবে ২২ এপ্রিল থেকে এবং চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।
 
বিস্তারিত জানতে যোগাযোগ করুণ 01713332661 নম্বরে অথবা ভিজিট করুন এই ওয়েবসাইটে। 

কেএ