ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যায়নরত বীর মুক্তিযোদ্ধাদের ১০০ জন সন্তান-নাতি-নাতনীকে এনআরবিসি ব্যাংকের সহযোগিতায় বঙ্গবন্ধু  শিক্ষাবৃত্তি দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ। 

মঙ্গলবার (৩০ মে) ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের প্রফেসর ড. মোহাম্মদ হাবিবউল্লাহ কনফারেন্স হলে বৃত্তি প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে এনআরবিসি ব্যাংকের এটিএম কার্ড তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে জানানো হয়, বঙ্গবন্ধু  শিক্ষাবৃত্তির আওতায় প্রতিজন  শিক্ষার্থীকের ১২ হাজার টাকা করে দেওয়া হবে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের এটিএম কার্ড হস্তান্তর করেন অতিথিরা। প্রতিমাসে ওই এটিএম কার্ড ব্যবহার করে বৃত্তির টাকা উত্তোলন করতে পারবেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা। বৃত্তিপ্রাপ্তদের প্রদত্ত ব্যাংক অ্যাকাউন্ট ও এটিএম কার্ড ব্যবহার করে সব ধরনের ব্যাংকিং সেবা নিতে পারবেন। 

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, এনআরবিসি ব্যাংক সবসময় সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সব শ্রেণি-পেশার মানুষদের পাশে দাঁড়িয়ে দেশব্যাপী কাজ করে যাচ্ছে। তাদের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বীর মুক্তিযোদ্ধা পরিবারদের কল্যাণে মুক্তিযুদ্ধ মঞ্চের এ ধরনের উদ্যোগের পাশে আমরা সবসময় থাকব।

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, জাতির পিতা ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। সেই বীরদের অবদান জাতি কখনো পরিশোধ করতে পারবে না। তাদের স্বজনদের পাশে দাঁড়াতে পেরে এনআরবিসি ব্যাংক গর্বিত। 

অনুষ্ঠানে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল মঈন, ভাস্কর আখতার আহমেদ রাশা, ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় উপস্থিত ছিলেন। এসময় মুক্তিযুদ্ধের সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

কেএ