নতুন করে আরও ১২৭ জনকে নিয়োগ দেবে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ১৩ পদে ১২৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

সোমবার (২৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে বিএসইসির সহকারী পরিচালক (প্রশাসন) মাহমুদা শিরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ২৫ মার্চ।

এতে বলা হয়, বিএসইসি ১৩টি পদের বিপরীতে এই ১২৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। এই ঠিকানায় ৩০ এপ্রিল রাত ১২টার মধ্যে আবেদন করা যাবে।

এতে আরও বলা হয়, প্রতিষ্ঠানটি সহকারী পরিচালক (সাধারণ) ৫৭ জন, সহকারী পরিচালক (লিগ্যাল সার্ভিস) চার জন, সহকারী পরিচালক (এমআইএস) চার জন, জনসংযোগ কর্মকর্তা দুজন, হিসাব রক্ষণ কর্মকর্তা এক জন, ব্যক্তিগত কর্মকর্তা ২১ জন, লাইব্রেরিয়ান এক জন, সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা চার জন, ক্যাশিয়ার এক জন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিসটেন্ট এক জন, অভ্যর্থনাকারী এক জন, গাড়িচালক তিন জন এবং অফিস সহায়ক পদে ২৭ জনকে নিয়োগ দেবে।

সারকুলারটি পড়তে ক্লিক করুন

এমআই/এফআর