লকডাউনে ৫ ঘণ্টা দোকান খোলা চায় মালিক সমিতি
লকডাউনে পাঁচ ঘণ্টা দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা। এই সময়ে পাইকারিভাবে পণ্য বিক্রি করতে চান তারা। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির বর্তমান সভাপতি মো. হেলাল উদ্দিন।
তিনি বলেন, গত বছরের লকডাউনের ক্ষতি এখনো পোষাতে পারছি না। আমরা ব্যবসায়ীরা আগের ক্ষতি কাটিয়ে উঠতে ঋণ নিয়ে পহেলা বৈশাখ, রোজা ও ঈদ উপলক্ষে জুতা, কাপড় ও পোশাকসহ নানা পণ্য কিনেছি। এখন এগুলো বিক্রি করতে না পারলে মাঠে মারা যাবো।
বিজ্ঞাপন
তাই সরকারের কাছে আমরা সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাইকারি মার্কেটগুলো খোলা রাখার জন্য অনুরোধ করেছি। পাইকারিভাবে পণ্য বিক্রি না হলে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকেও সাধারণ মানুষ পণ্য পাবেন না বলেও জানান তিনি।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন এক চিঠিতে লিখেন, গতবারের মতো এবারও যদি মার্কেট বন্ধ থাকে তাহলে বিলাসী পণ্য বিশেষ করে ঈদের জামাকাপড়, কসমেটিকস ব্যবসায়ীরা মাঠে মারা যাবেন। আপাতত এসব পণ্যের পাইকারি মার্কেট খোলা রাখার অনুমতি চাই আমরা। কারণ এই মুহূর্তে এসব পণ্যের খুচরা বিক্রি শুরু হয়নি। চলছে পাইকারি পর্যায়ের বিক্রি। তাই আমরা এই সুযোগটি দৈনিক মাত্র পাঁচ ঘণ্টার জন্য চেয়েছি।
বিজ্ঞাপন
এতে আরও বলা হয়, দেশে বিশেষ করে রাজধানী ও রাজধানীর আশেপাশে মাত্র কয়েকটি এলাকায় এসব বিলাসী পণ্যের পাইকারি মার্কেট। তাই সেখানে স্বাস্থ্যবিধি মেনে দফায় দফায় ১০জন করে ক্রেতার কাছে পণ্য বিক্রি করার কৌশলের কথাও জানিয়েছি।
এমআই/আরএইচ