ইনডেক্স এগ্রোর লেনদেন শুরু বুধবার
পুঁজিবাজারে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যাত্রা শুরু হবে ৭ এপ্রিল (বুধবার)। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) বুক বিল্ডিংয়ের মাধ্যমে বাজারে আসা কোম্পানিটির শেয়ার লেনদেন ওই দিন সকাল ১০টায় শুরু হবে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) আব্দুল লতিফ। তিনি বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্তির সব কার্যক্রম শেষ করায় আগামী ৭ এপ্রিল ডিএসইতে কোম্পানির শেয়ার লেনদেন হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, নিয়ম অনুসারে ‘এন’ক্যাটাগরিতে তালিকাভুক্ত হবে কোম্পানিটি। ট্রেডিং কোড হবে-INDEXAGRO আর কোম্পানি কোড থাকবে ৯৯৬৪৩।
ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ আইপিওর মাধ্যমে ৮২ লাখ ৫৩ হাজার ৬৪৯টি শেয়ার ইস্যুর পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা উত্তোলন করে। আইপিওর শেয়ার পাওয়া বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে রোববার শেয়ার পাঠিয়েছে কোম্পানিটি। কোম্পানিটির আইপিওতে গত ২২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করে।
বিজ্ঞাপন
পুঁজিবাজার থেকে উত্তোলিত কোম্পানির ভবন তৈরি, যন্ত্রপাতি ও উপকরণ কেনার পাশাপাশি আইপিও খরচ বাবদ ব্যয় করবে। সেই লক্ষ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা কোম্পানিটিকে আইপিওর অনুমোদন দেয়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং ইবিএল ইনভেস্টমেন্ট।
প্রসপেক্টাস অনুসারে, কোম্পানিটির ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ নিট সম্পদ মূল্য ৪৫ দশমিক ০৩ টাকায় দাঁড়িয়েছে।
এমআই/এসকেডি