রাজধানীর জলাশয় রক্ষায় বাংলাদেশকে ৪২৫ কোটি টাকা অনুদান দিল এডিবি

ঢাকা মহানগরের জলাশয় রক্ষায় বাংলাদেশকে পাঁচ লাখ ডলার অনুদান দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ৪২৫ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)।

বুধবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুদানের বিষয়টি জানিয়েছে এডিবি।

সংস্থাটি জানায়, এডিবির সহযোগিতা জলাশয় রক্ষায় সরকারের নীতির দুর্বলতা চিহ্নিত করতে সহায়ক হবে। সক্ষমতার ঘাটতি দূর করে নগরের জলাশয় সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ঢাকা মহানগরকে স্বাস্থ্যকর ও বসবাসের উপযোগী করে গড়ে তোলা জরুরি। এজন্য প্রয়োজন নির্ভযোগ্য, উন্নত, টেকসই ও জলবায়ু সহনশীল পানির উৎস ও সরবরাহ ব্যবস্থা। আর কাজগুলো করতে জলাশয়গুলোকে সংরক্ষণ ও উদ্ধার অপরিহার্য।

এডিবির অর্থের মাধ্যমে পানির উপরিভাগের দূষণ দূর করে পানির ধারণ ক্ষমতা বাড়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মনমোহন।

তিনি বলেন, জলাশয় ও নদী রক্ষায় সরকারের সাম্প্রতিক উদ্যোগ প্রশংসনীয়। এই অর্থের মাধ্যমে জলাশয় রক্ষায় সরকারের নীতি নির্ধারণে ও উদ্ভাবনী সমাধানে সহায়ক ভূমিকা রাখবে।'

এসআর/এসআরএস