ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লোগো

ব্যাংক হলিডে থাকায় বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ও সিএসইর কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দেশের সব ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। পুঁজিবাজারের সঙ্গে ব্যাংকের সম্পর্ক থাকায় এদিন লেনদেনও বন্ধ থাকবে।

এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধের কারণে পুঁজিবাজারের স্বাভাবিক লেনদন বন্ধ থাকবে। সব মিলে টানা তিন দিন বন্ধ থাকার পর আগামী রোববার (০৩ জানুয়ারি) থেকে পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন শুরু হবে।

এদিকে চলতি বছর অর্থাৎ ২০২০ সালে শেষ কার্যদিবস বুধবার (৩০ডিসেম্বর) সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও।

আর তাতে ডিএসইর সূচক গত ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ৫ হাজার ৪০২ পয়েন্টে উঠে এসেছে। এর আগে ২০১৯ সালের ৩০ জুন ডিএসইর প্রধান সূচক ছিল ৫ হাজার ৪২১ পয়েন্ট।

জেডএস