জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিজিএমইএ সভাপতির সাক্ষাৎ

করোনা মোকাবিলায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে আরও এগিয়ে নিতে জার্মানির সহযোগিতা চায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

রোববার (২ মে) বিজিএমইএ অফিসে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজের সঙ্গে সাক্ষাতে এ সহযোগিতার অনুরোধ জানান সমিতির সভাপতি ফারুক হাসান।

সৌজন্য সাক্ষাতে বিজিএমইএর পক্ষ থেকে দেশের পোশাক শিল্পে টেকসই উন্নয়ন এবং জার্মানিতে বাংলাদেশের তৈরি পোশাকের রফতানি বাজার সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও করোনায় বেকার হয়ে পড়া শ্রমিকদের জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যে তহবিল গঠন এবং তা বিতরণ বিষয়েও আলোচনা করা হয়।

জার্মান সরকার সবসময় বাংলাদেশের পোশাক শিল্পের পাশে আছে উল্লেখ করে পিটার ফারেনহোল্টজ বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যেভাবে টেকসই উন্নয়ন অর্জনের ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করছে এবং সবুজ শিল্পায়ন গড়ে তুলছে, তা বিশ্ববাসীর জন্য এক অনন্য দৃষ্টান্ত।

রাষ্ট্রদূত জার্মান সরকারের অর্থায়নে বাংলাদেশের পোশাক শিল্পে চলমান প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার জন্য বিজিএমইএ সভাপতিকে বিশেষভাবে অনুরোধ জানান।

গত ৪ এপ্রিল ফারুক হাসান বিজিএমইএ-এর সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি ছিল জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে প্রথম বৈঠক।

এমআই/এফআর