পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের ‘কেবিন ম্যানুফ্যাকচারিং ইউনিট’ উৎপাদন শুরু করেছে।

ঢাকার ধামরাইয়ে ইফাদ ইন্ডাস্ট্রিয়াল পার্কে গত ৩১ ডিসেম্বর থেকে নতুন ইউনিটে উৎপাদন শুরু করেছে।

রোবাবার (৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সেচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, এ কোম্পানির রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে নতুন প্রজেক্টে অর্থায়ন করা হয়েছে। সক্ষমতা অনুসারে শতভাগ উৎপাদন করতে পারলে প্রতি বছর ১০ হাজার ইউনিট উৎপাদন করা যাবে।

ইফাদের নতুন ইউনিটে প্রতি মাসে এক শিফটে ৩০০ ইউনিট উৎপাদন করবে। আর বছরে কোম্পানির সিঙ্গেল শিফটে তিন হাজার ৬০০ ইউনিট উৎপাদন হবে।

২০১৫ সালে তালিকাভুক্ত এ কোম্পানি শেয়ারহোল্ডারদের সর্বেশেষ ৯ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। এর আগের বছর ২০১৯ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

উদ্যোক্তা পরিচালকদের হাতে কোম্পানির ৬২ দশমিক ৭৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২০ দশমিক ৫৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ২ দশমিক ৬৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৪ দশমিক ১ শতাংশ শেয়ার রয়েছে।

৩০ ডিসেম্বর ২০২০ সাল পর্যন্ত কোম্পানি শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫০ টাকা ৭৫ পয়সা দাঁড়িয়েছে। জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২০ প্রথম প্রান্তিকে কোম্পানির মুনাফা হয়েছে ১৭ কোটি ২৪ লাখ টাকা। এখন পর্যন্ত কোম্পানির রিজার্ভ সারপ্লাস রয়েছে ৬৩৩ কোটি ৩৪ লাখ টাকা।  

এমআই/ওএফ