ব্র্যাক ব্যাংকের নতুন হেড অফ এইচআর নিযুক্ত হলেন আখতারউদ্দিন মাহমুদ। নতুন বছরের প্রথমদিন থেকে তিনি ব্যাংকটির মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। 

ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে আখতারউদ্দিন মাহমুদ আইডিএলসি ফিন্যান্স লিমিটেডে গ্রুপ হেড অফ হিউম্যান রিসোর্সেস হিসেবে চার বছর কর্মরত ছিলেন।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘আমি মনে করি আগামী বছরগুলোতে ব্র্যাক ব্যাংকের গতিশীল ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য প্রয়োজনীয় কৌশলগত পরিবর্তন পরিচালনায় মাহমুদ গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।’

দেশি-বিদেশি বিভিন্ন বহুজাতিক কোম্পানি ও বৃহৎ শিল্পখাতে ৩৩ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন মাহমুদ। ১৯৮৭ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করে কর্মজীবন শুরু করেন মাহমুদ। এরপর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও নেসলে বাংলাদেশের হয়েও কাজ করেছেন তিনি। ভারতের গুড়গাঁওয়ে অবস্থিত নেসলে'র আঞ্চলিক প্রধান কার্যালয়ে মাহমুদ নেসলে সাউথ এশিয়ার হেড অফ লানিং অ্যান্ড ট্রেনিং হিসেবেও কর্মরত ছিলেন।

এসআই/ওএফ