ব্র্যাক ব্যাংকের নতুন মানব সম্পদ প্রধান আখতারউদ্দিন মাহমুদ
ব্র্যাক ব্যাংকের নতুন হেড অফ এইচআর নিযুক্ত হলেন আখতারউদ্দিন মাহমুদ। নতুন বছরের প্রথমদিন থেকে তিনি ব্যাংকটির মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন।
ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে আখতারউদ্দিন মাহমুদ আইডিএলসি ফিন্যান্স লিমিটেডে গ্রুপ হেড অফ হিউম্যান রিসোর্সেস হিসেবে চার বছর কর্মরত ছিলেন।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘আমি মনে করি আগামী বছরগুলোতে ব্র্যাক ব্যাংকের গতিশীল ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য প্রয়োজনীয় কৌশলগত পরিবর্তন পরিচালনায় মাহমুদ গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।’
বিজ্ঞাপন
দেশি-বিদেশি বিভিন্ন বহুজাতিক কোম্পানি ও বৃহৎ শিল্পখাতে ৩৩ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন মাহমুদ। ১৯৮৭ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করে কর্মজীবন শুরু করেন মাহমুদ। এরপর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও নেসলে বাংলাদেশের হয়েও কাজ করেছেন তিনি। ভারতের গুড়গাঁওয়ে অবস্থিত নেসলে'র আঞ্চলিক প্রধান কার্যালয়ে মাহমুদ নেসলে সাউথ এশিয়ার হেড অফ লানিং অ্যান্ড ট্রেনিং হিসেবেও কর্মরত ছিলেন।
এসআই/ওএফ