বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে প্রস্তাবিত বিজিএমইএ গার্মেন্টস ভিলেজের জমি ইজারা চুক্তি সম্পাদনের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) ১৫ কোটি ৮৫ টাকার চেক দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

সোমবার (২৪ মে) বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে একটি টিম বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর হাতে চেক হস্তান্তর করেন।

বিজিএমইএ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে প্রস্তাবিত গার্মেন্ট ভিলেজের জমি বরাদ্দপ্রাপ্ত বিজিএমইএ সদস্যভূক্ত আট পোশাক কারখানার অনুকূলে ৫২ একর জমির বরাদ্দের ইজারা চুক্তি (ল্যান্ড লিজ অ্যাগ্রিমেন্ট) সম্পন্ন করার জন্য এই টাকা দেন।

এসময় বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন ও সহ-সভাপতি জনাব মিরান আলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৫ মার্চ বিজিএমইএ কর্তৃক আবেদন করা ৫৯ কারখানার মধ্যে ৪১ কারখানার অনুকূলে ২৩৯ একর জমি বরাদ্দপ্রাপ্ত বিনিয়োগকারীদের সঙ্গে বেজার জমি ইজারা চুক্তি সম্পন্ন হয়েছে। ২৯১ একর জমির ইজারা চুক্তি সম্পন্ন করার জন্য এ পর্যন্ত বিজিএমইএ সর্বমোট ২০৮ কোটি ৯৮ লাখ টাকা বেজাকে পরিশোধ করেছে।

 এমআই/ওএফ