২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মুড়ি ও তাজা ফলে ভ্যাট অব্যাহতির ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, মুড়ির স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করছি। তাজা ফলের ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি। এর ফলে মুড়ি ও তাজা ফলের দাম কমতে পারে।

এছাড়াও আরও যেসব পণ্যের দাম কমতে পারে- পোল্ট্রি ফিড, ক্যানসার ওষুধ, দেশীয় টাইলস, মূলধনী যন্ত্রপাতি, দেশীয় মোটরসাইকেল ও ওয়াশিং মেশিন, কম্পিউটার, টেক্সটাইল যন্ত্রপাতি, করোনা পরীক্ষার কিট ইত্যাদি। 

প্রস্তাবিত বাজেটে দেশীয় ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে (এসি-ফ্রিজ) ভ্যাট অব্যাহতি সুবিধা আগের মতোই বহাল থাকছে। ফলে দেশে উৎপাদিত ইলেকট্রনিক পণ্য কম দামে মিলতে পারে।

২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ।

এমআই/এনএফ