আগামী অর্থবছরে (২০২১-২২) বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ৫ দশমিক ১ শতাংশ। মঙ্গলবার (৮ জুন) বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে গত ৩ জুন জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশের কথা বলেন। 

বিশ্বব্যাংক বলছে, ২০২২ সালে ভারতের জিডিপি প্রবৃদ্ধি অর্জন হবে ৭ দশমিক ৫ শতাংশ। ভারতের পরই অবস্থান করবে বাংলাদেশ। সেসময় পাকিস্তান ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে।  

সম্প্রতি বিবিএস মহাপরিচালক মো. তাজুল ইসলাম জিডিপি প্রবৃদ্ধি বাড়ছে না কমছে এমন প্রশ্নের জবাবে ঢাকা পোস্টকে বলেন, কমেছে বটে। কারণ, করোনাকালে সবকিছু বন্ধ ছিল। 

প্রবৃদ্ধি কমে ৫ শতাংশের নিচে নেমেছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, এটা কমেছে। যাই হোক, এটা অনুমোদন না হয়ে আসা পর্যন্ত কিছু প্রকাশ করতে পারছি না। তবে ৫ শতাংশের নিচে নেমেছে প্রবৃদ্ধি। তারপরও অনুমোদন হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। 

এর আগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সাময়িক হিসাবে জানিয়েছিল, ২০১৯-২০ অর্থবছরে ৫ দশমিক ২৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছে সরকার। বিশ্বব্যাংকসহ সব দাতা সংস্থাগুলো আগেই বলছে, এত প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়।

গত জানুয়ারি মাসে প্রকাশিত গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছিল, চলতি অর্থবছর শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ১ দশমিক ৬ শতাংশ। পরে গত মার্চ মাসে প্রকাশিত ‘সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস স্প্রিং ২০২১ : সাউথ এশিয়া ভ্যাকসিনেটস’ প্রতিবেদনে এ পূর্বাভাস বাড়িয়ে ৩ দশমিক ৬ শতাংশে উন্নীত করে আন্তর্জাতিক সংস্থাটি।

এসআর/আরএইচ