এনবিআরের দশ বস্তা নথি গায়েব, বরখাস্ত ১
এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে আয়কর বিভাগের ৩০ বান্ডিল নথি, অফিসিয়াল গেজেট ও অন্যান্য কাগজপত্রসহ প্রায় ১০ বস্তা নথি গায়েব হওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা একজন নৈশপ্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যদিও এনবিআরের নিজস্ব তদন্তে ওই নথিগুলো বাইরে কেজি দরে বিক্রি হয়েছে বলে দাবি করা হয়েছে।
বিজ্ঞাপন
আর নথি বিক্রির ঘটনায় সোমবার (৪ জানুয়ারি) নৈশ প্রহরী মো. শাহীন রেজাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বিষয়টি নিশ্চিত করে ঢাকাপোস্টকে বলেন, এ ঘটনায় এনবিআর দায়ী নৈশ প্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এর সঙ্গে যারই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে প্রশাসন।
এনবিআরের বোর্ড প্রশাসনের দ্বিতীয় সচিব গাউছুল আলম সই বরখাস্তের আদেশে বলা হয়েছে, এনবিআরের নৈশ প্রহরী মো. শাহীন রেজা আয়কর অনুবিভাগের কর অব্যাহতি, কর মওকুফ ও কর পরিবীক্ষণ শাখার শ্রেণিবিন্যাসকরা ৩০ বান্ডিল এবং পাঁচ বস্তা নথি এবং অফিসিয়াল গেজেটসহ অন্যান্য কাগজপত্র কয়েক বস্তা বহিরাগতদের সহায়তায় অফিস থেকে বাইরে অপসারণ করেন এবং বিক্রয় করেন। একজন নৈশপ্রহরী যেখানে অফিসের মালামাল এবং অফিস ভবনের নিরাপত্তা প্রদান করবেন সেখানে সরকারী নথি ও কাগজপত্র বহিরাগতদের অফিসে ডেকে নিয়ে এসে বিক্রি করে দেওয়া অসদাচরণ, দুর্নীতি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের শামিল। যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ), ৩(ঘ) ও ৩(ঙ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
বিজ্ঞাপন
এ অবস্থায় ৪ জানুয়ারি থেকে শাহীন রেজাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকালীন তাকে নিয়মিত অফিসে হাজিরা দিতে হবে এবং তিনি বিনা অনুমতিতে অনুপস্থিত থাকতে পারবেন না। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
আরএম/এসএম