দাম বাড়ার শীর্ষে এএফসি অ্যাগ্রো
প্রতীকী ছবি
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৬ জানুয়ারি) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বেশির ভাগ শেয়ারের দাম বাড়েছে। ফলে পুঁজিবাজারে সূচক বেড়েছে।
অন্যদিকে বহুজাতিক কোম্পানি গ্রামীণফোনের শেয়ারের পাশাপাশি বিমা শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের প্রায় সব ইউনিটের দাম কমেছে। তাতে ডিএসইর লেনদেন কমেছে হাজার কোটি টাকা।
বিজ্ঞাপন
তবে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দাম বেড়েছে ওষুধ ও রসায়নখাতের কোম্পানি এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেডের। ফলে এদিন কোম্পানিটি ডিএসইর দাম বাড়ার তালিকায় শীর্ষে উঠে এসেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
জানা গেছে, কোম্পানিটির শেয়ারের দাম আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার দাম সর্বশেষ ১৮ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানির মোট ২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দাম বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে রবি আজিয়াটা। কোম্পানিটির শেয়ারের দাম আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৩ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ডিএসইর দাম বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ফু ওয়াং সিরামিক। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
দর বাড়ার শীর্ষ কোম্পানির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- জিবিবি পাওয়ার, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, অ্যাপোলো ইস্পাত, লঙ্কাবাংলা ফাইন্যান্স, এসএস স্টিল এবং জেএমআই সিরিঞ্জ।
এমআই/জেডএস