ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লোগো

পতনের একদিন পর সপ্তাহের  চতুর্থ কার্যদিবস বুধবার (০৬ জানুয়ারি) ব্যাংক ও আর্থিকখাতের প্রতিষ্ঠানের ওপর ভর করে দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে।

তবে রবি আজিয়াটা এবং জিবিবি পাওয়ারের শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা কম থাকায় লেনদেন কম হয়েছে। এছাড়া মিউচ্যুয়াল ফান্ড এবং বিমাখাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় লেনদেন কমেছে।

আগের কার্যদিবসের মতো বুধবার (৬ জানুয়ারি) দুই বাজারেই সূচক ওঠানামার মধ্য দিয়ে সকালে লেনদেন শুরু হয়। কিছু সময় সূচক নিম্নমুখী থাকার পর ব্যাংক ও আর্থিকখাতের শেয়ারের দাম বাড়তে থাকায় সূচকও বাড়তে থাকে। যা দিনশেষে অব্যাহত ছিল।

লেনদেন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচক ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট,  আর ডিএসইএস সূচক বেড়েছে ২ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৩৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১২০টির দাম বেড়েছে, কমেছে ১৭১টির, আর অপরিবর্তিত রয়েছে ৭০টির শেয়ারের দাম।

এতে লেনদেন হয়েছে ১ হাজার ৫৭৭ কোটি ৪৬ লাখ ৪১ হাজার টাকা। যা আগের দিনের তুলনায় প্রায় ১ হাজার কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৫৪৬ কোটি টাকা। 

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৯৪ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দাম। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১০৮ কোটি ৪৬ লাখ ৯০ হাজার ৪৩৩ টাকার শেয়ার ও ইউনিট।

এমআই/জেডএস