প্রতীকী ছবি

দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) লটারি বিজয়ী হয়েছেন ৪ লাখ ৬৫ হাজার ২৯১ জন বিনিয়োগকারী।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) লেকশোর হোটেলে রবি’র আইপিওর ড্র অনুষ্ঠানে সাধারণ, ক্ষতিগ্রস্ত এবং প্রবাসী এই তিন ক্যাটাগরিতে বিজয়ী বিনিয়োগকারীদের তালিকা প্রকাশ করা হয়। এসময় রবির ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং সিডিবিএলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তিনটি ক্যাটাগরির মধ্যে সাধারণ বিনিয়োগকারী ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন ৩ লাখ ১০ হাজার ১৯৪ জন। কোম্পানির প্রতি ইউনিট শেয়ার পেতে ১০ লাখ ৮১ হাজার ৯২ জন সাধারণ বিনিয়োগকারী আবেদন করেন।

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ক্যাটারিতে আবেদন করেছেন ৯৪ হাজার ৫৭৩ জন। এর মধ্যে লটারি বিজয়ী হয়েছেন ৭৭ হাজার ৫৪৮ জন।

এছাড়া ৯৭ হাজার ৬৯২ জন প্রবাসী বিনিয়োগকারী আবেদন করেছেন। তাদের মধ্যে ৭৭ হাজার ৫৪৮ জন বিনিয়োগকারী বিজয়ী হয়েছেন।

আইপিও লটারির ড্র অনুষ্ঠানের শুরুতে সরকার রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ বলেন, কর বৈষম্য কমলে শেয়ারহোল্ডাররা ভালো মুনাফা পাবেন।

তিনি বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে সব কোম্পানিকেই কিছু সুবিধা দেওয়া হয়। এ হিসেবে আমরাও ২ শতাংশ মিনিমাম টার্নওভার ট্যাক্স এবং করপোরেট কর হারে ১০ শতাংশ অব্যাহতি চেয়েছিলাম। আমাদের প্রতিযোগী অন্য অপারেটর যখন তালিকাভুক্ত হয়েছিল তখন কিন্তু তারাও ১০ শতাংশ করপোরেট কর অব্যাহতি পেয়েছিল।

বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, অংশীদার হতে সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহে আমরা বিশেষভাবে অনুপ্রাণিত। এজন্য রবির আইপিও প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের সহযোগিতা ছাড়া এ পথ পাড়ি দেওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না।

আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহের অনুমোদন পাওয়া রবি গত ১৭ নভেম্বর সাবস্ক্রিপশন শুরু করে। যা শেষ হয় ২৩ নভেম্বর।

কোম্পানির তথ্য অনুযায়ী, ১০ টাকা অভিহিত মূল্যে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহ করে রবি।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে  আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

এমআই/জেডএস